নাচ শিখেছিল আমার ছোট বোন। শিবলী মোহাম্মদ এর কাছে শিখেছিল প্রায় ১০ বছর! চিনি ও মধুকে নাচ শেখাবো এমন কোন প্ল্যান ছিল না। বহুআগে ছায়ানটে একটা নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। সেখানে একজন শিল্পী বলেছিলেন নাচটা আসলে একটা দারুণ ব্যায়াম। কাজেই অনেকদিন পর সেটা মনে পড়ে গেলো! দিলাম নাচের শিক্ষকের কাছে। উদ্দেশ্য শরীরটাকে একটা মুভ করানো, ব্যায়াম করা এবং একই সাথে গান ও নাচের সাথে সাথে তাল সম্পর্কে ধারণা তৈরি করা। সেটা অবশ্য খুব বেশিদিন করেনি কিন্তু সময়ের সাথে ওরা নিজেরাই বাবা ও মা এর সাথে জগিং করা, ইয়োগা করায় মনযোগী হয়েছে। তবে বলা যায় না একটা সময় হয়তো ওদের নাচ শেখার প্রতি আগ্রহ আবার ফিরে আসতে পারে!