চিনি ও মধুকে নিয়ে আমার একটা মজার খেলা আছে আর সেটা হল পাতা সংগ্রহের খেলা। প্রকৃতির মাঝে গেলেই আমরা পাতা কুড়াই। নানা আকৃতির পাতা, নানা রঙের আর নানা ঘ্রাণের! আমরা পাতা কুড়াই, হাতে ছুঁয়ে অনুভব করি, গালে ছোঁয়াই, খাতায় রং দিয়ে ছাপ দেই, দেখে দেখে আঁকি! এই পাতা নিয়েই যে কতভাবে সময় পার হয়ে যায়!