শিশুদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবার বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। এই বন্ধুত্ব হতে পারে সমবয়সীদের সাথে বা হতে পারে বয়সের চাইতে ছোট বা বড় কারও সাথে। নানা বয়সী মানুষের সাথে মেলামেশার সুযোগ পেলেই শিশুদের মধ্যে একটা স্বতস্ফূর্ত স্বভাব তৈরি হবে। মেলামেশা এবং যোগাযোগের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে।