আমাদের দেশের বিশেষ দিনগুলোতে আমরা অনেকেই শিশুদের নিয়ে যাই। বাইরে নিয়ে যাবার পাশাপাশি বিষয়ভিত্তিক ইতিহাস সম্পর্কেও জানানো চাই শিশুদের। বিশেষ দিন বা উৎসব কেবলমাত্র পোশাক বা খাবারের মধ্য দিয়েই কি উদযাপন করি আমরা? একুশে ফেব্রুয়ারি মানে কেবল শহীদ ফুল দেয়া নয় বা কালো শাড়ি পড়া নয় বরং ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানা এবং সে সম্পর্কে বলতে পারা। পহেলা বৈশাখ মানেও কেবল পান্তা আর ইলিশ নয়, নয় কেবল লাল পাড়ের সাদা শাড়ি বরং আমাদের সংস্কৃতি সম্পর্কেও জানা, জানা মঙ্গল শোভা যাত্রা সম্পর্কে। বিশেষ দিনগুলোতে ঘুরতে বেরিয়ে এই কথাগুলো শিশুদের সাথে আলোচনা হতেই পারে!