ছোটবেলা থেকেই চিনি ও মধুর মধ্যে এডভেঞ্চার এর নেশা তৈরি করতে চেয়েছি। শহরের মধ্যে থেকেও আমি ছোট ছোট কাজের মধ্যে এডভেঞ্চার খুঁজে নেবার চেষ্টা করেছি। সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে উঠতে পাহাড়ে ওঠার অনুভূতি পাওয়া, সারা দিনের জন্য খাবার এবং পোশাক নিয়ে বাইরে বেরিড়ে পরা, কোন পার্কে গিয়ে ছোট তাবু নিয়ে ক্যাম্প করা, নিরাপদ উচ্চতার গাছে চড়া। পাশাপাশি এডভেঞ্চারের বইগুলো পড়া। টিনটিন এবং ফেলুদা ইতিমধ্যেই চিনি ও মধুর প্রিয় এডভেঞ্চার ক্যারেক্টার!