মা হিসেবে আমি আমার মানসিক স্বাস্থ্যের যত্ন নেবার চেষ্টা করি। সংসার, সন্তান, পরিবার, কর্মজীবন সব কিছু মিলিয়ে বিনোদনের সূযোগ কিন্তু চারপাশের মানুষদের ঘিরেই! নিজের প্রতি যত্ন নেবার বা নিজেকে সময় দেবার সুযোগ পাওয়া যায় কম। তবু সুযোগ বের করে নিতে হয়, আমি বের করে নেই। মেয়েদের পড়াতে পড়াতে ছবি আঁকা, নিজের জন্য গান গাওয়া, বাগানের দেখাশোনা করা, কফি শপে গিয়ে একা একা কফি খাওয়া, মাঝে মাঝে বন্ধুত্বে সময় দেয়া। মাঝে মাঝে আমার জীবনটাকে থামিয়ে দেই, আবার নতুন করে শুরু করি। হাঁটতে বের হই, জগিং করি, ইয়োগা করি আবার নিজের জন্য সাজি। এগুলো আমার জীবনের ক্লান্তি দূর করে দেয়!