আমাদের সময় কাটানোর আরেকটি উপায় হল হাতের কাছে পাওয়া স্বল্পমূল্যের বা বাতিল হয়ে যাওয়া যে কোন কিছু দিয়ে খেলনা বা খেলা বানানো। আমরা একটা ডকুমেন্টরি দেখছিলাম জংলিদের নিয়ে। ডকুমেন্টরি শেষ হবার পর চিনিকে বললাম আয় তোকে জংলি সাজাই। মধু সাজতে রাজি হয়নি। খবরের কাগজ কেটে চিনিকে ট্রাইবাল লিডার বানানো হল।